বিশ্বকাপ মিশনে শুরুতেই বড় হার বাংলাদেশের

বিশ্বকাপ মিশনের শুরুতেই বড় হার বাংলাদেশের। আফগানিস্তানের কাছে বিশাল রানের ব্যাবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬০ রান করে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফলে তদের হারতে হয় ৬২ রানের এক বিশাল ব্যাবধানে। এটা ছিল বাংলঅদেশের বিশ্বকাপ মিশনের নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ।

আফগানিস্তানের দেয়া ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। পাওয়ার প্লেতে তারা হারায় ৪ উইকেট। বাঁহাতি পেইসার ফজলহক ফারুকি আউট করেন ১২ রান করা নাজমুল হোসেন শান্ত, ১ রান করা সাকিব আল হাসান ও শূন্য রান করা আফিফ হোসেনকে। ১ রান করে মুজিব উর রেহমানের বলে আউট হন সৌম্য সরকার। ৭ ওভারে ৩২ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

শেষ দিকে মোসাদ্দেক সৈকতের ৩৩ বলে ২৯ রানে ব্যবধান কমাতে পেরেছে বাংলাদেশ। কিন্তু বড় হার এড়াতে পারেনি। আফগান পেইসার ফারুকি ৮ রানে ৩ উইকেট নেন।

এর আগে, ব্রিসবেনের অ্যালান বোর্ডার গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকে তারা। ১৬ বলে ১৫ রান করে আউট হন হজরতউল্লাহ জাজাই। ১৯ বলে ২৭ রান করেন রাহমানুল্লাহ গুরবাজ। দারউইশ রাসুলকে ১২ রানে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। আর নাজিবুল্লাহ জাদরান ৫ রান করে আউট হন হাসান মাহমুদের বলে।

আফগানিস্তানের দেড় শ ছাড়ানোর মূল কৃতিত্ব ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নাবির। ৩৯ বলে ৪৬ রান করেন জাদরান আর নাবির ব্যাট থেকে আসে ১৭ বলে ৪১ রান। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। তাসকিন আহমেদ নেন এক উইকেট।

উল্লেখ্য, দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে বুধবার একই ভেন্যুতে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …