ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে আলোচনা থামছেই না। এই নায়কের ব্যক্তিগত জীবন, বিয়ে, সংসার, বিচ্ছেদকে ঘিরে গুঞ্জনের ডালপালা মেলছেই। তবে স্পষ্ট করে কখনোই কিছু বলছেন না তিনি।
আর সে কারণেই শাকিবকে নিয়ে যে কেউ তাদের নিজের মতো করে যেকোনো মন্তব্য চালিয়ে দিতে পারছেন। তাকে নিয়ে বিভিন্ন গুজবেরও সৃষ্টি করছেন। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না ঢালিউড অভিনেতা এবং শিল্পী সমিতির সাবেক নেতা জায়েদ খান। শাকিবকে নিয়ে ঢালাও মন্তব্য শোভনীয় নয় বলে মনে করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ বলেন, ‘এফডিসির একজন জুনিয়র শিল্পী, যে কিনা একজন বস্তিবাসীর চরিত্রে অভিনয় করে, আমি তাকে ছোট করতে চাই না। কিন্তু সে যদি শাকিব খান সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করে বসে তাহলে সেটা খুবই খারাপ। এসব হয়েছে এফডিসিতে অবাধ ইউটিউবারদের যাতায়াতের কারণে।’
শুধু তাই নয় জায়েদ খান মনে করেন, দোষ শুধু শাকিবের একাই নয়। যারা তার ব্যপারে সবকিছু জেনেও সম্পর্কে জড়াচ্ছেন দোষটা তাদেরও। জায়েদ বলেন, ‘এক শাকিব খানের দোষ দিয়ে আপনি কী করবেন? যে মেয়ে জানতেছে যে তার আরো দুইজন বউ আছে―কথার কথাই ধরে নিলাম, সে যদি তিন নম্বর-চার নম্বর বউ হতে চায়, সেটাও তার প্রবলেম। ’
এসময় জায়েদ আরও বলেন, ‘একজন শিল্পী যদি তৈরি হয় সে তখন নিজের থাকে না, সে পাবলিক প্রোপার্টি হয়ে যায়। শিল্পীদের এই ব্যাপারগুলো দরজা আটকিয়ে বেডরুমের মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত। সাংবাদিক পর্যন্ত আসা কখনোই উচিত না। এরচেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটেছে রাজ্জাক ভাইদের আমলে। আমি শুনেছি শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার কারণে, রাজ্জাক ভাই-ফারুক ভাই, সোহেল রানা সাহেব, শাবানা আপাদের কেউ জানত না। জানতেই দেয়নি সাংবাদিকদের। বাসাতেই শেষ করে দিয়েছে।’
সারাক্ষণ কান্না করছে পূজা, দুর্ঘটনার ভয়ে মা
শাকিব-বুবলির বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ঢালিউড সুপারস্টারের সঙ্গে পূজা চেরির সম্পর্কের খবর মিশে যাচ্ছে। গত মাসের ২২ তারিখে শাকিব ও পূজার বিয়ে হয় বলে গুঞ্জন রটেছে। শুধু তাই নয়, বিয়ের পর ধর্মান্তরিতও হয়েছেন পূজা এমনটাও শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে শাকিব-পূজার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পূজা চেরির মা ঝর্ণা রায়। তিনি বলেন, ‘আমার মেয়েকে বাঁচতে দিন। মানুষ যেভাবে তাকে নিয়ে খবর প্রকাশ করছে তাতে তার মানসিক অবস্থা খুবই খারাপ। আমার মেয়ে ছোট, সারাক্ষণ শুধু কাঁদে। আমরা তাকে সব সময় বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হয়নি। আমি কোন ভাবেই বোঝাতে পারছি না। এসব কথার কারণে পরিবারের বাকিরা ভালো নেই।’
ঝর্ণা রায় আরও বলেন, পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে- এ আশঙ্কায় আমরা আছি। মা হিসেবে আমি সবসময় তার পাশে আছি। বিশ্বাস করেন- প্রেম এবং বিয়ে সবই মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা বলে কি মজা পায়? এসব খবরের কারণে আমাদের কী অবস্থা, কেউ কি ভেবে দেখেছেন? তাই হাত জোড় করে সবাইকে বলি- আমার মেয়ে ছোট, ওকে বাঁচতে দিন।’
Sotto TV We Publish technology, various types of tips, career tips, banking information, methods of earning online