সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন ১। সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ-
ক. নেপাল
খ. ভুটান
গ. শ্রীলংকা
ঘ. মালদ্বীপ
উত্তর: ঘ. মালদ্বীপ
প্রশ্ন ২। কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়?
ক. ঢাকা
খ. কাঠমান্ডু
গ. ব্যাংকক
ঘ. থিম্পু
উত্তর: গ. ব্যাংকক
প্রশ্ন ৩। পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. তাইওয়ান
ঘ. ফিলিপাইন
উত্তর: খ. মালয়েশিয়া
প্রশ্ন ৪। কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?
ক. আফগানিস্তান
খ. মায়ানমার
গ. মালদ্বীপ
ঘ. ভুটান
উত্তর: খ. মায়ানমার
প্রশ্ন ৫। দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ দেয় কবে?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০১৮ সালে
ঘ. ২০১৯ সালে
উত্তর: ক. ১৯৪৭ সালে
প্রশ্ন ৬। Which is the capital city of Pakistan?
ক. Islamabad
খ. Rawalpindi
গ. Lahore
ঘ. Karachi
উত্তর: ক. Islamabad
প্রশ্ন ৭। তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
ক. ভারতে
খ. পাকিস্তানে
গ. শ্রীলংকায়
ঘ. আফগানিস্তানে
উত্তর: খ. পাকিস্তানে
প্রশ্ন ৮। পাকিস্তান কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়? ক. ১৯৯৭ সালে
খ. ১৯৯৮ সালে
গ. ১৯৯৯ সালে
ঘ. ২০০০ সালে
উত্তর: খ. ১৯৯৮ সালে
প্রশ্ন ৯। সোয়াত উপত্যকা কোন দেশে?
ক. পাকিস্তান
খ. ভারত
গ. আফগানিস্তান
ঘ. ইরান
উত্তর: ক. পাকিস্তান
প্রশ্ন ১০। ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কখন ভোটাধিকার প্রয়োগ করেন?
ক. জানুয়ারি ২০০৮
খ. জুন ২০০৬
গ. এপ্রিল ২০০৭
ঘ. মে ২০০৮
উত্তর: ঘ. মে ২০০৮
প্রশ্ন ১১। ভুটানের রাজধানী কী?
ক. থিম্পু
খ. কাঠমান্ডু
গ. গ্যাংটক
ঘ. কলম্বো
উত্তর: ক. থিম্পু
সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী MCQ
প্রশ্ন ১২। ফ্যাসিবাদের অগ্রদূত কে?
ক. মুসোলিনী
খ. হিটলার
গ. নিতসে
ঘ. বিসমার্ক
উত্তর: গ. নিতসে
প্রশ্ন ১৩। অনুরাধাপুর কোথায় অবস্থিত?
ক. ভুটান
খ. বাংলাদেশ
গ. শ্রীলংকা
ঘ. ভারত
উত্তর: গ. শ্রীলংকা
প্রশ্ন ১৪। OPEC থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয় ?
ক. নাইজেরিয়া
খ. লিবিয়া
গ. ভেনিজুয়েলা
ঘ. কাতার
উত্তর: ঘ. কাতার
প্রশ্ন ১৫। শ্রীলংকার রাজধানী-
ক. হ্যানয়
খ. কলম্বো
গ. রেঙ্গুন
ঘ. সায়গন
উত্তর: খ. কলম্বো
প্রশ্ন ১৬। নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কোন সালে?
ক. ২০০৫
খ. ২০০৬
গ. ২০০৭
ঘ. ২০০৮
উত্তর: ঘ. ২০০৮
প্রশ্ন ১৭। কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়? ক. আলবেনিয়া
খ. সার্বিয়া
গ. হাঙ্গেরি
ঘ. লাটভিয়া
উত্তর: ঘ. লাটভিয়া
প্রশ্ন ১৮। ২০০৭ সালে নেপালে কত বছরের পুরনো রাজতন্ত্রের বিলোপ ঘটে?
ক. ২৩৫ বছর
খ. ২৪০ বছর
গ. ২৪৬ বছর
ঘ. ২৩৮ বছর
উত্তর: খ. ২৪০ বছর
প্রশ্ন ১৯। নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯০
খ. ২০০৭
গ. ২০০৮
ঘ. ১৯৯১
উত্তর: গ. ২০০৮
প্রশ্ন ২০। নিচের কোন দেশটি তাদের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ বিষয়টি তুলে দিয়েছে?
ক. কিউবা ও উত্তর কোরিয়া
খ. রাশিয়া ও চীন
গ. রাশিয়া ও কিউবা
ঘ. চীন ও উত্তর কোরিয়া
উত্তর: ঘ. চীন ও উত্তর কোরিয়া
প্রশ্ন ২১। কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে?
ক. মালদ্বীপ
খ. শ্রীলংকা
গ. ফিজি
ঘ. কোনোটি নয়
উত্তর: ক. মালদ্বীপ
প্রশ্ন ২২। মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
ক. তুর্কেমেনিস্তান
খ. তাজিকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কাজাকিস্তান
উত্তর: ঘ. কাজাকিস্তান
প্রশ্ন ২৩। আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
ক. পশতুন
খ. তাজিক
গ. উজবেক
ঘ. কুর্দি
উত্তর: ক. পশতুন
প্রশ্ন ২৪। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?
ক. সিংহল
খ. তিব্বত
গ. জাপান
ঘ. আফগানিস্তান
উত্তর: ঘ. আফগানিস্তান
প্রশ্ন ২৫। কান্দাহার কোন দেশের শহর?
ক. কাজাকিস্তান
খ. আফগানিস্তান
গ. ইরান
ঘ. কিরগিস্তান
উত্তর: খ. আফগানিস্তান
প্রশ্ন ২৬। যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়-
ক. হেরাত
খ. কান্দাহার
গ. কোয়াটা
ঘ. সাজার-ই শরীফ
উত্তর: গ. কোয়াটা
সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক
প্রশ্ন ২৭। আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৯
ঘ. ১৯৮৯
উত্তর: খ. ১৯৭৩
প্রশ্ন ২৮। ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
ক. ব্রিটেন
খ. পর্তুগাল
গ. ফ্রান্স
ঘ. স্পেন
উত্তর: গ. ফ্রান্স
প্রশ্ন ২৯। ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
ক. নির্মলা সীতারাম
খ. ইন্দিরা গান্ধী
গ. সোনিয়া গান্ধী
ঘ. প্রতিভা পাতিল
উত্তর: খ. ইন্দিরা গান্ধী
প্রশ্ন ৩০। “What Happened” গ্রন্থের রচয়িতা?
ক. বারাক ওবামা
খ. হিলারি ক্লিনটন
গ. অং সান সুচি
ঘ. ফ্রান্সিস ফুকুয়ামা
উত্তর: খ. হিলারি ক্লিনটন