আর্জেন্টিনার হয়ে ফাইনালে কখনো হারেনি ডি মারিয়া

এবার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে পা রাখে আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা আলবিসেলেস্তেরা নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হোঁচট খায়। বিশ্বকাপে টিকে থাকা অনেকটা অনিশ্চিত ছিল যে দলটির জন্য আজ লুসাইল আইকনিক স্টেডিয়ামে সে দলটিই ফাইনাল খেলতে নামবে। লিওনেল মেসিরা শক্তির জানান দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

বিশ্বকাপের তৃতীয় শিরোপা ঘরে তুলতে আর মাত্র একটি জয় দূরে ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা। ফাইনালে মাঠে নামার আগে আর্জেন্টাইন সমর্থকদের জন্য রয়েছে স্বস্তির বার্তা। চোটের কারণে শতভাগ ফিট না থাকায় ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামেননি আর্জেন্টিনার অন্যতম ভরসার নাম ডি মারিয়া।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্ক্যালোনিকে এই উইঙ্গারের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘ডি মারিয়া ফাইনাল খেলার জন্য ফিট রয়েছে। সে পুরো সপ্তাহ আমাদের সঙ্গে অনুশীলন করেছে এবং সে ফাইনালের জন্য প্রস্তুত।’ ফাইনালের আগে বিভিন্ন ধরনের পরিসংখ্যান নিয়ে চলছে বিশ্লেষণ। সেই ধারাবাহিকতায় আর্জেন্টাইন সমর্থকরা কিছুটা নির্ভার থাকতে পারে ডি মারিয়ার জন্য।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক তিনটি ফাইনাল খেলেছেন এই উইঙ্গার। যার সবকটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। শুধু যে জয় পেয়েছে তাই নয়। সেই তিন ম্যাচের প্রত্যেকটিতে গোল করেছেন তিনি। ২০০৮ সালে অলিম্পিকে নাইজেরিয়ার বিপক্ষে করা ডি মারিয়ার একমাত্র গোলে স্বর্ণপদক নিশ্চিত করে আর্জেন্টিনা।

তারপর সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় ব্রাজিলকে কাঁদিয়ে এই উইঙ্গারের করা গোলেই কপার শিরোপা জিতে লিওনেল মেসিরা। ইউরোপের চ্যাম্পিয়ন ফিনালিসিমাতেও গোলের দেখা পান তিনি। গত ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে একাদশে ছিলেন না এই তারকা ফুটবলার। তাই আর্জেন্টিনার হয়ে ফাইনালে এখনো অপরাজিত ডি মারিয়া। আজ লুসাইলে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশেই নামবেন তিনি তা নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

মেসির হাতেই ট্রফি দেখতে চান এই তারকারা

বিশ্বকাপ ফুটবলের পর্দা নামবে আজ রোববার। বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিতব্য ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বজুড়ে আর্জেন্টিনার ভক্তরা প্রত্যাশা করছেন কাপটা লিওনেল মেসির হাতে উঠবে। কারণ, এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে না এই ফুটবল জাদুকরের।

দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বিশ্বাস করেন, বিশ্বকাপ ট্রফিটা মেসির হাতেই উঠবে। তিনি বলেন, ‘আমি চাই মেসির হাতেই এবার ট্রফিটা উঠুব। কারণ এতদিন তিনি আমাদের এন্টারটেইন করে এসেছেন তার জাদুকরী খেলা দিয়ে। এটা তার শেষ বিশ্বকাপ। অবশ্যই তার হাতে বিশ্বকাপ ট্রফি আসবে এটা আমার আত্মবিশ্বাস।’

অন্যদিকে পরীমণি তো মেসি বলতে অজ্ঞান! আর তাই স্বাভাবিকভাবেই প্রিয় ফুটবলারের হাতেই ট্রফিটা দেখতে চান এই নায়িকা। পরীর কথায়, ‘অবশ্যই আর্জেন্টিনা মানে মেসির হাতে ট্রফি দেখতে চাই। সব দলকে হারিয়ে তিনি ফাইনালে এসেছেন, এটুকুতে হারতেই পারেন না। মেসি অনেকটা আমার মতো। সকল বাধা বিপত্তি উতরে অটল থাকেন। এবার ট্রফি মেসির।’

এদিকে ফুটবল খেলা তেমন একটা বোঝেন না মেহজাবিন চৌধুরী। তবুও তিনি চান মেসির জন্য হলেও আর্জেন্টিনা জিতুক। মেহজাবিন বলেন, ‘সবার একটাই প্রশ্ন—কোন দল সমর্থন করি। আমি আসলে ফুটবল ভালো বুঝিই না। তাই যে দল জিতে যায় তাদের সাথেই বিজয় উল্লাস করি। এখন ফাইনালে ফ্রান্স আর আর্জেন্টিনা খেলবে। মনের মধ্যে একটা সফট কর্ণার আছে মেসির জন্য। তার হাতেই মনে হয় এবার ট্রফি যাবে। তবে ফ্রান্সকে হিসেবের বাইরে রাখা যায় না।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …