সৌদি আরবের কাছে হারল আর্জেন্টিনা, ৫ মিনিটে আর্জেন্টিনার জালে দুই গোল ভরল সৌদি

কাতার বিশ্বকাপের শুরুতেই পচাঁ শামুকে পা কাটলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ফিফা র‌্যাংকিংয়ে ৪৯তম অবস্থানে থাকা সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল।

র‌্যাংকিংয়ের পার্থক্যটা মাঠের খেলাতে স্পষ্ট থাকলেও এদিন সৌদির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টাইনরা। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে খেললেও একটির বেশি গোল আদায় করতে পারেনি মেসির দল।

আর্জেন্টিনার জন্য আরও বড় বাধা হয়ে দাড়িয়েছিল অফসাইড। এক ম্যাচেই ৮ বার অফসাইডের ফাঁদে পড়েছে মেসির দল। যার মধ্যে গোল বাতিল হয়েছে তিনটি। ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই র‌্যাংকিংয়ে ৪৫ ধাপ পিছিয়ে থাকা সৌদির বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্কলানির দলকে।

এদিন ম্যাচের শুরুতে পেনাল্টিতে লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধেই সৌদি আরবের কাছে গোল হজম করেছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে সালেহ আলশেহরির গোলে ম্যাচে সমতায় ফেরে সৌদি। এরপর প্রথম গোলের ৫ মিনিটের মাথায় আবারও আরও একটি গোলের দেখা পায় সৌদি। দ্বিতীয় গোলটি আসে সালেম আলদেশওয়ারির পা থেকে।

ম্যাচের শুরুতে ৬ষ্ঠ মিনিটেই মেসির দারুণ একটি শট ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক। ৮ম মিনিটে কর্নার কিক করেন মেসি। আল ওয়েসিস পাঞ্চ করে বল ঠেকিয়ে দিলেও প্যারেদসকে ফেলে দেন আল বুলাইহি। ভিএআর চেক করে রেফারি জানালেন এটা ফাউল এবং পেনাল্টি।

২২তম মিনিটে একটি গোল করেন মেসি। কিন্তু লাইন্সম্যান আগেই ফ্ল্যাগ তুলে দাঁড়িয়ে থাকেন। জানালেন এটা ছিল অফসাইড। ২৮ মিনিটে লওতারো মার্টিনেজ গোল করেন। কিন্তু এবারও ভিএআরের কারণে দেকা গেলো তিনি ছিলেন অফসাইডে। সুতরাং গোল বাতিল। ৩৪ মিনিটে আরও একবার সৌদির জালে বল জড়ায় আর্জেন্টিনা। কিন্তু তার আগেই সাইড রেফারি জানিয়ে দেন- এটা ছিল অফসাইড।

৫ মিনিটে আর্জেন্টিনার জালে দুই গোল ভরল সৌদি

কাতার ফুটবল বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচের শুরুতে পেনাল্টিতে লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধেই সৌদি আরবের কাছে গোল হজম করেছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে সালেহ আলশেহরির গোলে ম্যাচে সমতায় ফেরে সৌদি। এরপর প্রথম গোলের ৫ মিনিটের মাথায় আবারও আরও একটি গোলের দেখা পায় সৌদি। দ্বিতীয় গোলটি আসে সালেম আলদেশওয়ারির পা থেকে।

এদিন ম্যাচের শুরুতে ৬ষ্ঠ মিনিটেই মেসির দারুণ একটি শট ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক। ৮ম মিনিটে কর্নার কিক করেন মেসি। আল ওয়েসিস পাঞ্চ করে বল ঠেকিয়ে দিলেও প্যারেদসকে ফেলে দেন আল বুলাইহি। ভিএআর চেক করে রেফারি জানালেন এটা ফাউল এবং পেনাল্টি।

২২তম মিনিটে একটি গোল করেন মেসি। কিন্তু লাইন্সম্যান আগেই ফ্ল্যাগ তুলে দাঁড়িয়ে থাকেন। জানালেন এটা ছিল অফসাইড। ২৮ মিনিটে লওতারো মার্টিনেজ গোল করেন। কিন্তু এবারও ভিএআরের কারণে দেকা গেলো তিনি ছিলেন অফসাইডে। সুতরাং গোল বাতিল। ৩৪ মিনিটে আরও একবার সৌদির জালে বল জড়ায় আর্জেন্টিনা। কিন্তু তার আগেই সাইড রেফারি জানিয়ে দেন- এটা ছিল অফসাইড।

আর্জেন্টিনার প্রথম গোলটা এলো মেসির পা থেকেই

চলমান কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছে আসরের অন্যতম ফেবোরিট আর্জেন্টিনা। খেলা শুরুর কিছুক্ষণ পরেই মেসির গোলমুখে করা শট ফিরিয়ে দেন সৌদির গোলরক্ষক। এরপর ডি-বক্সের মধ্যে আর্জেন্টিনার এক প্লেয়ারকে চেপে ধরায় পেলান্টি পায় মেসিরা। সেখান থেকে গোল গোল করে ১-০ গোলের লীড পায় আর্জেন্টিনা।

এর আগে কাতার ফুটবল বিশ্বকাপে এরই মধ্যে শেষ হয়েছে প্রথম রাউন্ডের চারটি ম্যাচ। আজ পঞ্চম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখী হচ্ছে সৌদি আরব। বাংলার কোটি আর্জেন্টাইন ভক্ত থাকিয়ে থাকবে টিভির পর্দায়। খেলার শুরুর আগেই আলোচনা চলছে কারা নামছেন মেসির সাথে।

মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হচ্ছে ম্যাচটি। মেসির সম্ভব্য শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে দলটি। এরই মধ্যে আলবিসেলেস্তেরা নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে। দলের প্রাণভোমরা মেসি আছেন, সাথে আছেন দলের আরো এক অপরিহার্য অংশ আনহেল ডি মারিয়াও। আক্রমণে দুই তারকার সাথে যোগ হচ্ছে লাওতারো মার্টিনেজ।

গোলরক্ষক হিসেবে প্রত্যাশিতভাবেই আছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে রক্ষণে চমক হিসেবে এসেছে নিকলাস টালিয়াফিকোর অন্তর্ভুক্তি। মার্কোস আকুনইয়াকে রাখা হয়নি একাদশে। রাইটব্যাক হিসেবে নাহুয়েল মলিনা জায়গা পেয়েছেন দলে, গনজালো মন্তিয়েল আর হুয়ান ফয়েথকে বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় রেখে। রক্ষণের বাকি দুই জায়গায় আছেন ক্রিশ্চিয়ান রোমেরো আর নিকলাস অটামেন্ডি।

মিডফিল্ডের দুই জায়গায় লিয়ান্দ্রো পারেদেস আর রদ্রিগো ডি পলের অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত ছিল। সন্দেহ ছিল এক জায়গা নিয়ে। আলেহান্দ্রো পাপু গোমেজ নাকি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, কে পাবেন জায়গা, এই নিয়ে ছিল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর মিলেছে একাদশে। দলে জায়গা পেয়েছেন পাপু গোমেজই।

এক নজরে আর্জেন্টিনা একাদশ- এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, অটামেন্ডি, টালিয়াফিকো, ডি পল, পারেদেস, পাপু গোমেজ, মেসি, লাওতারো এবং ডি মারিয়া।

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …